গত ০১/০৯/২০২৪ খ্রিঃ থেকে ৩০/০৯/২০২৪ খ্রিঃ পর্যন্ত পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক জনাব সোনিয়া সুলতানা এর দিক নির্দেশনায় চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় পাহাড়/টিলা কর্তনের বিরুদ্ধে মাসব্যাপী মোবাইল কোর্ট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। পাহাড়/টিলা কর্তনের অভিযোগে প্রতিষ্ঠান/ব্যক্তির বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ৮টি মামলা দায়ের করা হয়। অবৈধ ও অননুমোদিতভাবে পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গত ২৫/০৯/২০২৪ খ্রিঃ থেকে অদ্য ০১/১০/২০২৪ খ্রিঃ পর্যন্ত পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক জনাব সোনিয়া সুলতানা এর দিক নির্দেশনায় চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় সরকার ঘোষিত নিষিদ্ধ পলিথিন এর বিরুদ্ধে ০২ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ৪৩৫ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয় এবং ৩৫০০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। অভিযান পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবহার থেকে বিরত থাকতে জনসাধারণের মাঝে জনসচেতনতা সৃষ্টি করা হয়। সরকার ঘোষিত নিষিদ্ধ পলিথিন এর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস