অদ্য ২৩/০৪/২০২৫ খ্রিঃ রোজ বুধবার তারিখ গোপন সংবাদে ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক জনাব সোনিয়া সুলতানা এর দিক নির্দেশনায় ও জেলা প্রশাসন, চট্টগ্রাম এর বিজ্ঞ সহকারী কমিশানার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার ফারজানা নাজনীন সেতু এবং সহকারী কমিশানার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাইফুল ইসলাম ভ‚ঞা এর নেতৃত্বে নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ ইত্যাদি জন্য ০৪টি মামলায় প্রায় ৬৩ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ এবং ১৩০০০ (তের হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পক্ষ থেকে প্রসিকিউশন প্রদান করেন পরিদর্শক জনাব মুহাম্মদ আশফাকুর রহমান। অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সাইফুল ইসলাম, সিনিয়র টেকনিশিয়ান জনাব মোঃ ওমর ফারুক সহ অন্যান্য কর্মচারী উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবহার থেকে বিরত থাকতে লিফলেট বিতরণ করা হয় ও জনসাধারণের মাঝে জনসচেতনতা সৃষ্টি করা হয়। নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস